আজকের বাংলা তারিখ জেনে নিন

আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা কিনা আজকের বাংলা তারিখ সম্পর্কে অবগত হতে চান।

আপনি যদি আজকের বাংলা তারিখ সম্পর্কে অবগত হতে চান এবং সবার আগে তারিখ লেটেস্ট ইনফর্মেশন জেনে নিতে চান, তাহলে এই পেইজটি থেকে এরকম ইনফরমেশন গুলো কালেক্ট করে নিতে পারবেন।

আজকের বাংলা তারিখ কত?

আপনি যেহেতু এই পেইজের ইতিমধ্যে ভিজিট করে ফেলেছেন৷ সেজন্য, আপনি এখনই বাংলা তারিখ সম্পর্কে অবগত হতে পারবেন।

তাহলে আর দেরী না করে এখনি নিচে থেকে জেনে নিন, আজকের বার, তারিখ এবং কাল সম্পর্কে।

৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | শনিবার |

আজকের ইংরেজি তারিখ

 

বাংলা মাস কতটি?

ইংরেজি মাসের সাথে তুলনা করে, বাংলা ক্যালেন্ডার ক্যালেন্ডার এ মোট মাসের সংখ্যা হল ১২ টি। এই মাসগুলো পুরো বছর জুড়ে বিদ্যমান থাকে।

আজকের বাংলা তারিখ

আপনি যদি বাংলা ১২ মাসের নাম সম্পর্কে অবগত হতে চান এবং এটা জেনে নিতে চান, বাংলার যে বারটি মাস রয়েছে, সেই ১২ মাসের প্রকৃত নাম। তাহলে নিচে থেকে দেখে নিতে পারেন।

  • বৈশাখ,
  • জ্যৈষ্ঠ,
  • আষাঢ়,
  • শ্রাবণ,
  • ভাদ্র,
  • আশ্বিন,
  • কার্তিক,
  • অগ্রহায়ণ,
  • পৌষ,
  • মাঘ,
  • ফাল্গুন ও
  • চৈত্র

এছাড়াও বাংলাদেশ যেহেতু নাতিশীতোষ্ণ একটি দেশ। সেজন্য এই বারটি মাসের উপর নির্ভর করে ছয়টি ঋতু নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়।

বাংলা ঋতুর নাম

এছাড়াও কৃষকেরা এ সমস্ত ঋতু ওপর নির্ভর করে তাদের সে খামারের কাজগুলো সম্পন্ন করেন।

ঋতুর নাম জেনে নেওয়ার পরে, তারা বুঝে নিতে পারেন, এই ঋতুতে কিরকম অবস্থা বিরাজ করতে পারে। এবং এই সময়টা আসলে কোন কাজের জন্য উপযুক্ত।

এবার আপনি যদি তারিখ জেনে নেয়ার সাথে সাথে বাংলা মাসের যে ছয়টি ঋতুর রয়েছে, সেই ছয়টি ঋতু সম্পর্কে অবগত হতে চান, তাহলে নিচে থেকে সেগুলোর নাম জেনে নিন।

  • গ্রীষ্মকাল  – মধ্য এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত।
  • বর্ষাকাল – মধ্য-জুন থেকে মধ্য-আগস্ট পর্যন্ত।
  • শরৎকাল – মধ্য-আগস্ট থেকে মধ্য-অক্টোবর পর্যন্ত।
  • হেমন্তকাল – মধ্য-অক্টোবর থেকে মধ্য-ডিসেম্বর পর্যন্ত।
  • শীতকাল – মধ্য-ডিসেম্বর থেকে মধ্য-ফেব্রুয়ারি পর্যন্ত।
  • বসন্তকাল – মধ্য-ফেব্রুয়ারি মধ্য -এপ্রিল পর্যন্ত।

প্রত্যেক দুইটি মাস নিয়ে একেকটি ঋতু। উদাহরন দিলে গেলে এটা বলতে হবে যে- বৈশাখ- জৈষ্ঠ্যমাস নিয়ে গ্রীষ্মকাল। এবং একইসাথে আরো যে সমস্ত মাস রয়েছে, সেগুলো দিলেও একই ঋতু গননা করা হয়।

অর্থাৎ, প্রত্যেক দুইটি মাস নিয়ে যেহেতু একটি ঋতু। সেজন্য, বাংলা মাসের প্রত্যেক মাস আপনি যদি সিরিয়ালি সাজান, এবং একই সাথে আপনি যদি ৬ ঋতুকেও সিরিয়ালি সাজান তাহলে প্রত্যেক ঋতুর নাম জেনে নিতে পারবেন।

এসমস্ত ঋতু কখন আসবে সেটা আজকের বাংলা তারিখ সম্পর্কে জেনে নিলে সবার আগে অবগত হতে পারবেন। যা এই পোস্টের মাধ্যমে আপনি ইতিমধ্যে জেনে ফেলেছেন।