কোন ওয়াক্তের নামাজ কত রাকাত? জেনে নিন

আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন ওয়াক্তের নামাজ কত রাকাত। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত?

নামাজ আমরা সকলেই পড়তে পারি। কিন্তু অনেকই আছেন কোন ওয়াক্তের নামাজ কত রাকাত পড়তে হয় তা সঠিক জানেন না এখনও পর্যন্ত।

কোন ওয়াক্তের নামাজ কত রাকাত

আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে পড়ে নিন।

পাঁচ ওয়াক্ত নামাজের নাম হলো

  • সালাতুল ফজর।
  • সালাতুল যোহর।
  • সালাতুল আসর।
  • সালাতুল মাগরিব।
  • সালাতুল এশা।

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তে ওয়াজিব, সুন্নাত এবং নফল নামাজ রয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত নিয়ে রয়েছে নানা মতামত নিম্নে যা পড়া দরকার তার বিবরণ তুলে ধরা হলোঃ

ফজরের নামাজের মোট সংখ্যাঃ ৪ রাকাত।

ফজরের নামাজের রাকাআত সংখ্যা বন্টনঃ সুন্নত দুই রাকাত, ফরজ দুই রাকাত।

ফজরের চার রাকাত নামাজ আদায় করতে হবে প্রত্যেক মুসলমানদের। এই চার রাকাত নামাজ প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক।

যোহর হচ্ছে দিনের মধ্যভাগের নামাজ। যোহরের নামাজের অনেক ফজিলত বিদ্যমান।

যোহরের নামাজের মোট সংখ্যাঃ ১২ রাকাত।

যোহরের নামাজের রাকাআত সংখ্যা বন্টনঃ ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল।

যোহরের নামাজ বারো রাকাত হলেও দশ রাকাত প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক। নফল দুই রাকাত নামাজ আদায় করলে প্রচুর পরিমাণ ফজিলত পাওয়া যায়, নফল নামাজ আদায় না করলে হবে।

আসরের নামাজের সংখ্যা মোটঃ ৮ রাকাত।

আসরের নামাজের রাকাআত সংখ্যা বন্টনঃ সুন্নত ৪ রাকাত, ফরজ ৪ রাকাত।

আসরের নামাজের চার রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে। এই চার রাকাত নামাজ আবশ্যক।

মাগরিবের নামাজের সংখ্যা মোটঃ ৭ রাকাত।

মাগরিবের নামাজের রাকাআত সংখ্যা বন্টনঃ ফরজ ৩ রাকাত, সুন্নত ২ রাকাত, নফল ২ রাকাত।

মাগরিবের পাঁচ রাকাত নামাজ আবশ্যক। তবে নফল দুই রাকাত নামাজ আদায় করলে প্রচুর পরিমাণ ফজিলত পাওয়া যায়।

এশার নামাজের সংখ্যা মোটঃ ১৭ রাকাত।

এশার নামাজের রাকাআত সংখ্যা বন্টনঃ সুন্নত ৪ রাকাত, ফরজ ৪ রাকাত, সুন্নাতে মুয়াক্কাদা ২ রাকাত, নফল ২ রাকাত, বিতর নামাজ ৩ রাকাত, সব শেষে ২ রাকাত হালকি নফল।

এশার নামাজের সতেরো রাকাতের মধ্যে নয় রাকাত প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক। তবে সুন্নত চার রাকাত, নফল দুই রাকাত, সব শেষে দুই রাকাত হালকি নফল। পড়লে প্রচুর ফজিলত পাওয়া যায়।

কোন ওয়াক্তের নামাজ কত রাকাত

আমরা মুসলিম! আল্লাহর ইবাদত করা আল্লাহকে খুশি রাখা আমারে প্রথম ও প্রধান কাজ। আমরা যত বেশি আল্লাহর ইবাদত করবো আল্লাহ তত বেশি আমারে উপর খুশি হবেন সন্তুষ্ট থাকবেন।

তাই আল্লাহ তায়ালা প্রত্যেক মুমিনগণকে ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগের ও পরের সুন্নাত ও নফল নামাজ আদায় করার তাওফিক দান করুন।

(আমিন)