নামাজ কয় রাকাত ও কি কি? জেনে নিন

আমরা জানি ইসলামের স্তম্ভ পাঁচটি। তাদের মধ্যে দ্বিতীয় হল নামাজ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ কয় রাকাত ও কি কি?

নামাজ বেহেস্তের চাবি। প্রত্যেকটি মুসলিম নর-নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ।

নামাজ কত রাকাত ও কি কি

নামাজের প্রধান ধাপ গুলোকে রাকাত বলা হয়। নামাজ দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত হতে পারে।

আপনারা কি জানতে চান কোন ওয়াক্তের নামাজ কত রাকাত ও কি কি? যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখুন।

আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ সম্পর্কে যাবতীয় বিষয় কোন ওয়াক্তের নামাজ কত রাকাত প্রতিদিন পাঁচ ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হয় ও সেগুলো কি কি?

আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা সকলেই জানি পাঁচটি স্তম্ভের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। পাঁচটি স্তম্ভ গুলো হলোঃ

  1. আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস করা।
  2. নামাজ প্রতিষ্ঠা করা।
  3. যাকাত আদায় করা।
  4. হজ পালন করা।
  5. রোজা রাখা।

আপনারা এখন পড়ছেন নামাজ কত রাকাত ও কি কি আশা করি আপনাদের ভালো লাগবে এই পোস্টটি।

নামাজ কত রাকাত ও কি কি

আমরা মুসলিম হলেও আমাদের মধ্যে অনেকেই আছেন, এখনও পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তের নামাজ কত রাকাত তা জানেন না।

তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই আর্টিকেল। এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা খুব ভালোভাবে নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

নামাজ কত রাকাত ও কি কি

নামাজের মোট রাকাত সংখ্যা হল ৪৮ রাকাত।

দিনের শুরু হয় ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ মোট চার রাকাত। সুন্নত দুই রাকাত, ফরজ দুই রাকাত।

যোহরের নামাজ মোট ১২ রাকাত। প্রথমে সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত, নফল দুই রাকাত।

আসরের নামাজ মোট আট রাকাত। প্রথমে সুন্নত চার  রাকাত, পরে ফরজ চার রাকাত।

মাগরিবের নামাজ মোট ৭ রাকাত। প্রথমে ফরজ তিন রাকাত, সুন্নত দুই রাকাত, নফল দুই রাকাত।

এশার নামাজ মোট ১৭ রাকাত। সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত, নফল দুই রাকাত, বিতর নামাজ তিন রাকাত, সর্বশেষ হালকি নফল দুই রাকাত।

সর্বমোট রাকাত সংখ্যা হলো ৪৮ রাকাত।

আশা করি আর আপনাদের কোন সমস্যা থাকবে না নামাজের রাকাত নিয়ে।