পাঁচ ওয়াক্ত নামাজ? জেনে নিন

সম্মানিত পাঠক ভাই ও বোনেরা আজকে আমরা এসেছি আপনাদের জন্য নামাজ সম্পর্কিত কিছু বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ?

আল্লাহ তা’য়ালা মুসলমানদের উপর দৈনিক যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তা প্রত্যেক মুসলমানকে অবশ্যই পড়তে হবে।

নামাজ মুসলমানের উপর ফরজ। আর আমরা সকলেই জানি ফরজ কখনো দেওয়া যায় না। ফরজ আমাদের যেভাবেই হোক পড়তে হবে।

পাঁচ ওয়াক্ত নামাজ?

আসুন তাহলে জেনে নেওয়া যাক ওয়াক্তের নামাজের মধ্যে কোন ওয়াক্তের নামাজ কত রাকাত।

প্রকৃতপক্ষে যারা মুমিন ও মুসলিম তারা সকলেই জানেন যে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজগুলো হল: ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা।

মোট রাকাত সংখ্যা হল ৪৮ রাকাত।

ফজরের নামাজ মোট চার রাকাত, জোহরের নামাজ মোট বারো রাকাত, আসরের নামাজ মোট আট রাকাত, মাগরিবের নামাজ মোট সাত রাকাত ও এশার নামাজ মোট সতের রাকাত।

পাঁচ ওয়াক্ত নামাজ

নামাজের রাকাত সংখ্যা বন্টন

ফজরের নামাজ: সুন্নত দুই রাকাত, ফরজ দুই রাকাত।

ফজরের নামাজের সময় থাকে সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

জোহরের নামাজ: সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত, নফল দুই রাকাত।

জোহরের নামাজের সময় থাকে ঠিক দুপুর থেকে আসরের আগ পর্যন্ত।

আসরের নামাজ: সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত।

আসরের নামাজের সময় থাকে যোহরের হলেই আসরের নামাজের সময় আরম্ভ হয় আর তা সূর্যাস্ত পরিমাণ বিদ্যমান থাকে।

মাগরিবের নামাজ: ফরজ তিন রাকাত, সুন্নত দুই রাকাত, নফল দুই রাকাত।

মাগরিবের নামাজের সময় থাকে সূর্যাস্তের সময় থেকে আরম্ভ করে গোধূলি পর্যন্ত আদায় করা যায়। তবে তাড়াতাড়ি আদায় করা উত্তম।

এশার নামাজ: সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত, নফল দুই রাকাত, বিতর তিন রাকাত, হালকি দুই রাকাত।

এশারের নামাজের সময় থাকে মাগরিবের নামাজের সময় অতিবাহিত হওয়ার পর এশারের নামাজের সময় আরম্ভ হয়। রাতের তিন এর একভাগ হওয়া পর্যন্ত এ নামাজ আদায় করা সর্বোত্তম উত্তম তবে দুই তৃতীয়াংশ জায়েজ পড়া যায়।

পাঁচ ওয়াক্ত নামাজ?

মুসলিম উম্মাহকে অবশ্যই পড়তে হবে। কিন্তু যদি কোন অসুবিধার কারণে সম্পূর্ণ নামাজ না পড়তে পারেন তাহলে ফজরের চার রাকাত, যোহরের দশ রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের পাঁচ রাকাত, এশারের নয় রাকাত নামাজ পড়তে হবে।