শবে কদরের নামাজর কত রাকাত? জেনে নিন।

লাইলাতুল কদরের রাত, সকল মুসলমানের কাছে এক মর্যাদাপূর্ণ রাত। শবে কদরের নামাজর কত রাকাত?

লাইলাতুল কদর বা শবে কদরের নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই। তাই আপনারা শবে কদরের জন্য যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারেন।

এ রাতে পৃথিবীর সকল মুসলমান বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অনেকেই হয়তো আছেন শবে কদর অর্থ জেনেন না, শবে কদরের অর্থ হলো মহামান্বিত রাত বা পবিত্র রজনী।

শবে কদরের নামাজর কত রাকাত?

রমজান মাসের এই পবিত্র রজনী প্রতি বছরে একবার আসে। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম নর-নারীর দোয়া জিকির ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজের মনের চাওয়া-পাওয়া ও নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এই রাতে।

শবে কদরের নামাজর কত রাকাত?

তবে শবে কদরের নামাজ দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হয় এবং শবে কদরের নামাজ যত সুন্দর করে পড়া যায় তত বেশি সওয়াব লাভ করা যায়।

আমাদের সকলের মনে এখন প্রশ্ন আসতে পারে?

শবে কদরের নামাজের কোন বিশেষ রাকাত আছে কি নেই? শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়? শবে কদরের নামাজের নিয়ম কি বা কোন দোয়া পড়তে হয়?

কিভাবে শবে কদরের নামাজ আদায় করতে হয়?

তাই আজ আমি আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর এবং শবে কদর সম্পর্কে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি।

শবে কদরের এক রাতের নামাজের যে সাওয়াব হবে তার সওয়াব হাজার বছর নফল নামাজ পড়ার সওয়াব হিসেবে নিজের আমল নামায় লেখা হবে।

 শবে কদরের নামাজর কত রাকাত?

সুতরাং বলা যায় শবে কদরের নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই। শবে কদর বা লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার নিয়ম  

 

  •  আল্লাহু আকবার বলে সানা পাঠ করতে হবে।
  • তারপর সূরা ফাতেহা পাঠ করার পর এর সাথে কুরআনের কোন আয়াত অথবা যে কোন সূরা সংযুক্ত করে পড়তে হবে।
  • এভাবে সাধারণ নামাযের মত করে সূরা পাঠ করার পর রুকু এবং সেজদা দিতে হবে।
  •  তারপর প্রথম রাতের মতো দ্বিতীয় রাকাত নামাজ আদায় করে তাশাহুদ, দুরুদ শরীফ এবং মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে।
  •  সালাম ফিরানো হয়ে গেলে জিকির করে অথবা সরাসরি আপনারা মোনাজাত ধরতে পারেন এবং মোনাজাত ধরার শেষে আপনারা জিকির করতে পারেন।

শবে কদরের নামাজর কত রাকাত?

বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে নানান ভাষার মুসলিম অবস্থিত। শবে কদরের রাত চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়।

যার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে শবে কদরের নামাজ আদায় করে থাকে।

তবে বাংলাদেশে পালন করা হয় ২৭ রমজান।

শবে কদরের রাতের নামাজ রয়েছে অসংখ্য ফজিলত ও শবে কদরের রাত্রি তে দান সদকার জন্য রয়েছে হাজার বছরের দান সদকা করার সমান সওয়াব।