শবে মেরাজ নামাজ কয় রাকাত? জেনে নিন

শবে মেরাজ একটি অতি আশ্চর্য ও অলৌকিক ঘটনার রাত। শবে মেরাজ নামাজ কয় রাকাত?

রজব মাসের ২৭ শে রাত প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর পবিত্র বয়স যখন ৫০ বছর ৩ মাস পরিপূর্ণ হয়। তখন মক্কা নগরীতে অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল।

শবে মেরাজ আল্লাহ সাথে হযরত মোহাম্মদ (সাঃ) এর দীদার লাভ হয়। ইহা স্রষ্টা ও সৃষ্টি এক অদ্ভুত মিলনের দৃষ্টান্ত।

শবে মেরাজ নামাজ কয় রাকাত?

শবে মেরাজ এটি একটি ফারসি শব্দ। শব অর্থ হলো “রাত” মেরাজ অর্থ হলো “ঊর্ধ্ব গমন”। শবে মেরাজ অর্থ হলো ঊর্ধ্ব গমনের রাত।

শবে মেরাজের নামাজ কমপক্ষে পড়তে হবে ১২ রাকাত।

শবে মেরাজের নামাজ

দুই দুই রাকাত করে কমপক্ষে ১২ রাকাত 

শবে মেরাজের নফল নামাজ অন্যান্য নফল নামাজের পড়তে হয়।

যারা শবে মেরাজের নামাজ পড়েন বা ওই রাত্রিতে আমল করতে চান। তাদের জন্য লাইলাতুল মেরাজের নামাজের নিয়ত জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের পোস্টে আমরা উল্লেখ করেছি শবে মেরাজের নামাজ কত রাকাত।

শবে মেরাজ নামাজ কয় রাকাত

শবে মেরাজ আমার পেয়েছি আমাদের প্রিয় নবীর কারণে। নবীজি (সাঃ) ২৭ শে রজব আসমানে গমন করেন। সেখানে আল্লাহ তায়ালার সাথে দেখা করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে থেকে হুকুম হিসেবে পান।

শবে মেরাজ নামাজ কয় রাকাত?

শবে মেরাজের নফল নামাজের পাশাপাশি ২৭ রজব রোজা রাখলে প্রচুর ফজিলত পাওয়া যায়।

শবে মেরাজের নামাজের নিয়ম

শবে মেরাজের নামাজের কোন নিদিষ্ট নিয়ম নেই। আপনি দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারেন।

শবে মেহরাজের নামাজ দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন।

কিন্তু মনে রাখতে হবে আমাদের সকলে প্রথমে আমাদের সকলের ফরজ ইবাদাত আদায় করতে হবে।

প্রথমে এশার নামাজ আদায় করে বিতির নামাজ তিন রাকাতের আগে আমাদের শবে মেরাজের নামাজ দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করতে হবে।

আপনি যদি চান দুই রাকাত দুই রাকাত করে ১২ রাকাতের বেশিও নামাজ আদায় করতে পারবে কিন্তু শবে মেরাজের নামাজ পড়তে গিয়ে ফরজ নামাজ বাদ দিলে হবে না।

যত ইবাদত ততই ফজিলত তাই বেশি বেশি নফল ইবাদাত করা উচিৎ।