নামাজের সময়সূচি ২০২৪ – GPS আজকের নামাজের সময়

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরীব
  • এশা
  • ভোর ৪:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০২ অপরাহ্ণ
  • বিকাল ৪:৩০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ৬:২৪ অপরাহ্ণ
  • রাত ৭:৪০ অপরাহ্ণ

💡টিপস
সবার আগে নামাজের সময়সূচি জেনে নিতে চাইলে পেজটিকে বুকমার্কে করতে Ctrl + D টাইপ করুন।

আজকের নামাজের সময়সূচি

আপনি যদি আজকের সঠিক নামাজের সময় সম্পর্কে জেনে নিতে চান, তাহলে উপরে থেকে হয়তো ইতিমধ্যে নামাজের সময়সূচি সম্পর্কে অবগত হয়েছেন।

এছাড়াও আপনি যদি জিপিএস ব্যবহার করার মাধ্যমে আপনার নির্দিষ্ট এরিয়ার অর্থাৎ আপনি যে জেলায় অবস্থান করছেন, সেই জায়গার Namazer Somoy সম্পর্কে জেনে নিতে চান, তাহলে এখান থেকে জেনে নিতে পারবেন

এক্ষেত্রে এখানকার ড্রপডাউন মেনু ব্যবহার করার মাধ্যমে নামাজের সময়সুচী সম্পর্কে অবগত হয়ে যান।

এই কাজটি করার জন্য আপনি উপরের দিকে যে ড্রপডাউন মেনু দেখতে পাবেন, সেই ড্রপডাউনএর উপরে ক্লিক করে দিন এবং তারপরে এখান থেকে আপনার পছন্দের জেলা সিলেক্ট করে নিন।

নামাজের সময়সূচি ২০২৪ - GPS আজকের নামাজের সময়

যখনই আপনি এখান থেকে ড্রপডাউন মেনু উপরে ক্লিক করে দিবেন, তখন এখানে থাকা অনেক গুলো বাংলাদেশের জেলার নাম আপনার নজরে আসবে।

এবং সে সমস্ত জেলার নামাজের সময়সূচি সম্পর্কে জেনে নেয়ার অপশন চলে আসবে।

এবার আপনি যে জেলার নামাজের সময় সম্পর্কে অবগত হতে চান, সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নিন

সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে বাংলাদেশের প্রায় ৬৪ টি জেলা রয়েছে।

যে সমস্ত জেলার মধ্যে থেকে আপনি আপনার জেলা টি সিলেক্ট করে নিতে পারবেন, বা আপনার প্রয়োজনীয় জেলা এখান থেকে খুঁজে বের করে নিন।

নামাজের সময়সূচি ২০২৪ - GPS আজকের নামাজের সময়

আপনি যে জেলার নামাজের সময়সূচী সম্পর্কে অবগত হতে চান, সেই জেলার সিলেক্ট করে নিন।

তাহলেই এই পেইজ টি অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে, এবং আপনাকে ওই জেলার Namazer Somoy সম্পর্কে জানিয়ে দিবে।

যেকোন সময়ে ওয়েবপেইজে ভিজিট করার মাধ্যমে আপনি সর্বশেষ নামাজের সময়সুচী সম্পর্কে অবগত হতে পারবেন।

নামাজের সময়সুচী যদি না আসে?

কোন টেকনিক্যাল ইস্যুর কারণে নামাজের সময়সূচি যদি না আসে তাহলে আপনাকে এই পেইজটিকে পুনরায় রিফ্রেশ করে নিতে হবে।

আসল ব্যাপার হলো, এরকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম বা একেবারে নেই বললেই চলে।

তার পরেও আপনি যদি এই সমস্যা শিকার হন, তাহলে এই পেজটিকে রিফ্রেস করে নিন, তাহলেই পরিপূর্ণ ডাটা আপনি দেখতে পারবেন।

আজকের গুরুত্বপূর্ণ আয়াত

এছাড়া আমাদের এই পেজটির মাধ্যমে আপনি চাইলে রেনডমলি একের পর এক কুরআনের আয়াত সম্পর্কে অবগত হতে পারবেন

এবং আল কুরআনের মহিমান্বিত আয়াতের ছায়া তলে মেশে নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ।

হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।

~ আল-ইমরান: 194 ~