জানাযার নামাজ হলো একটি বিশেষ প্রার্থনা যা কোনো মৃত মানুষকে কবরে দেওয়ার আগে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ার নিয়ম?
মুসলমানদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে মুসলমানদের পক্ষ থাকে অবশ্যই জানাজার নামাজ পালন করতে হবে।
জানাযার নামাজ পড়ার নিয়ম?
মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মামলম্বীদের জন্য জানাজার নামাজ ফরজে কেফায়া বা সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব।
জানাযার নামাজ পড়তে হয় ৪ তাকবীরের মাধ্যমে।
ইমামের নেতৃত্বে দলবদ্ধ ভাবে জামাতের সাথে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে অংশ গ্রহণকারীরা দাঁড়িয়ে এ নামায আদায় করেন।
জানাযার নামাজ পড়ার নিয়ম?
- কিছুটা উঁচু খাটের ওপর মৃত লাশকে রাখতে হয়। (যদি মহিলা হন তাহলে বিশেষ পর্দার ব্যবস্থা রাখতে হবে)
- ইমাম লাশ সম্মুখে কেবলামুখী হয়ে সিনা বরাবর দাঁড়াবেন তারপর নিয়ত পড়ে উচ্চঃস্বরে তাকবীর বলে যথানিয়মে তাহরীমা বাঁধবেন। ইমামের সঙ্গে মোক্তাদীরও নিয়ত ও তাকবীর অনুসরণ করবে।
- সানা পড়ে ইমাম উচ্চঃস্বরে দ্বিতীয় তাকবীর দিবে। মোক্তাদীর নীরবে দ্বিতীয় তাকবীর দিবে। তারপর মনে মনে সকলে দুরুদ পাঠ করবে। অতপর তৃতীয় তাকবীর দিবে তারপর সকলে নীরবে দোয়া করবে।
- ইমাম উচ্চঃস্বরে চতুর্থ তাকবীর দিয়ে সামান্য সময়ের জন্য চুপ থাকবে এরপর ডানে বামে সালাম দিবেন। সাথে সাথে মোক্তাদীরাও মনে মনে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
তবে মনে রাখতে হবে জানাযার নামাজের সময় চার তাকবীরের মধ্যে প্রথম তাকবীরের সময় হাত কান পর্যন্ত উঠাতে হবে। এছাড়া আর কোন তাকবীরে হাত উঠানো যাবে না। নামাজের মতো রাখতে হবে।