ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ জেনে নিন

দিনের শুরু হয় ফরজের নামাজ দিয়ে আর শেষ হয় এশার নামাজ পড়ে। ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ?

ফজরের নামাজ ৪ রাকাত

ফজরের নামাজ হলো সুন্নত দুই রাকাত, ফরজ দুই রাকাত।

ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ

ফজরের সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে জেগে থাকে।

নামাজ ইসলামের হলো অন্যতম একটি স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।

প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তা’আলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ।

 

ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ

আজ আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসেছি ফজরের নামাজের সুন্নত আগে পরতে হয় না কি ফরজ আগে পরতে হয় সে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে।

ফজরের নামাজের নিয়ম

ফজরের নামাজের প্রথমে সুন্নত দুই রাকাত পরে ফরজ দুই রাকাত মোট চার রাকাত নিয়ে গঠিত। ফজরের নামাজের সুন্নত দুই রাকাত নামাজ আগে পরতে হয়।

যদি ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে কেউ আদায় করে। তাহলে তাকে ফরজ নামাজ ইমাম সাহেবের নেতৃত্বের সঙ্গে আদায় কর‍তে হবে।

ফজরের নামাজের সময়ঃ সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

প্রতিটি মুসলিমের উপর ফজরের ৪ রাকাত নামাজ ফরজ। ফজরের চার রাকাত নামাজ থেকে এক রাকাতও বাদ দিয়ে পড়া যাবে না। ফজরের দুই রাকাত সুন্নত নামাজের পর ফরজ নামাজ পরতে হয়।

নামাজ ছাড়া রোজ হাশরে কোন উপায় নেই। আমাদেরকে নামাজ পড়তেই হবে, যেভাবেই হোক না কেন শুয়ে, বসে, দাঁড়িয়ে।