ইশরাক নামাজ হলো একটি নফল নামাজ। যা বিশ্বনবী (সাঃ) পড়তে এবং অন্যদেরকে পড়ার জন্য বলতেন। ইশরাক নামাজ কত রাকাত?
মহানবী (সাঃ) এ নামাজ কত রাকাত পড়তেন। এই নামাজের ফজিলতও এ নামাজ কিভাবে করতে হয়। সেই সম্পর্কিত বিষয় আপনারা জানতে পারবেন এই আর্টিকেল এর মাধ্যমে।
তাহলে চলুন দেরি না করে পড়ে নিন এই আর্টিকেলটি শেষ পর্যন্ত জেনে নিন ইশরাক নামাজ কত রাকাত পড়তে হয়।
ইশরাক নামাজ কত রাকাত?
“সালাতুল ইশরাক” বা ইশরাকের নামাজ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইশরাক শব্দের অর্থ জানেন না, ইশরাক শব্দের অর্থ হলো ‘আলোকিত হওয়া’।
সূর্য ওঠার পর জগৎ যেভাবে আলোকিত হয় আর এই সময়ে যে নামাজের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই নফল নামাজটি হলো ইশকের নামাজ।
এই নফল নামাজের বর্ণনা একাধিক হাদিসে করা হয়েছে। এই নামাজ সম্পর্কে বিশ্ব নবী (সাঃ) বলেছেন- যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সে জায়গাতে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির তাসবিহ করে অতঃপর দুই রাকাত ইশকের নফল নামাজ আদায় করে। তার ওপর পূর্ণাঙ্গ হজের সওয়াব রয়েছে।
ইশরাক নামাজ কত রাকাত?
ইশরাকের নামাজ ১২ রাকাত পর্যন্ত পড়া যায়
প্রথমত ইশরাকের নামাজের নির্দিষ্ট কোন রাকাত নেই। নামাজ যত রাকাত ততো রাকাত পড়া যায়।
তবে সর্বনিম্ন আপনি দুই রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারবেন।
ইশরাকের নামাজের রাকাত সসংখ্যা বন্টন
ইশরাকের নামাজঃ দুই রাকাত, চার রাকাত, আট রাকাত, ১২ রাকাত তার অধিকও পড়া যায়।
আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। নির্দিষ্ট কোন রাকাত বা নির্দিষ্ট কোন নিয়ম দেওয়া হয়নি এই নামাজে।
ইশরাকের নামাজ নবীজি (সাঃ) এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে।
ইশরাকের নামাজের সময় হলো ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ অপেক্ষা করে সূর্য ওঠার ১০ থেকে ১৫ মিনিট বা ২০ থেকে ২৫ মিনিট এ নামাজ পড়তে হয়।
ইশরাকের নামাজের ওয়াক্ত থাকে সূর্য এক বর্শা পরিমাণ মধ্যাকাশের দিকে উঠা পর্যন্ত।
ইশরাক দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইশরাকের নামাজ পড়ার তৌফিক দান করুন।
যতই ইবাদত আমরা করব ততোই আমরা ফজিলত পাব। তাই আমাদের উচিৎ সঠিকভাবে ফরজ নামাজ আদায় করে বেশি বেশি নফল নামাজ আদায় করা।
আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে ইশরাকের নামাজ কত রাকাত জানতে পেরেছেন।