ফজরের নামাজের সময়

মুসলমান ধর্মে যাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, তাদের জন্য দিনের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজের সময় সীমা কত?

ফজরের নামাজের ওয়াক্ত শুরু
4:27 am

প্রত্যেক জেলার আজকের নামাজের সময়সূচি

ফজরের নামাজ কয় রাকাত

ফজরের নামাজের মোট রাকাত সংখ্যা হল ৪। রাকাত নামাজের মধ্যে আপনাকে ফরজ নামাজ হিসাবে নামাজের ২ রাকাত আদায় করতে হবে এবং সুন্নত নামাজের ২ রাকাত আদায় করতে হবে।

ফজরের নামাজের মধ্যে ফরজ নামাজের সংখ্যা হল দুই রাকাত এবং সুন্নত নামাজের সংখ্যা হল দুই রাকাত।

বাধ্যতামূলকভাবে, আপনাকে ফরজ নামাজের ২ রাকাত আদায় করতে হবে। অর্থাৎ কোন কিছু করেন কিংবা না করেন ফজরের নামাজ আদায় করার সময়, ফরজ নামাজ হিসাবে দুই রাকাত সালাত আদায় করতে হবে।

এছাড়াও আপনি কোনোভাবেই সুন্নত নামাজ হিসেবে যে দুই রাকাত বরাদ্দ রয়েছে, সেটি অবহেলা করে ছেড়ে দিতে পারবেন না।

কারণ, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন ফজরের নামাজের সুন্নাতয়ের দুই রাকাত নামাজ রয়েছে, সেই দুই রাকাত নামাজ হচ্ছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সমস্ত কিছুর চেয়ে উত্তম।

সেজন্য আপনি যদি এই পরিপূর্ণ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজের অধিকারী হতে চান, তাহলে ফজরের নামাজের ২ রাকাত সুন্নত নামাজ রয়েছে, সেটি আদায় করে নিতে হবে।

এছাড়াও এই সম্পর্কে পরিপূর্ণ হাদীসটি আপনি যদি দেখে নিতে চান, তাহলে নিম্নলিখিত লেখা গুলোর দিকে লক্ষ্য রাখতে পারেন।

‘তোমরা ফজরের সুন্নত ছেড়ে দেবে না। যদিও শত্রুবাহিনী তোমাদেরকে তাড়া দেয়।’ (আবু দাউদ, হাদিস নং: ১২৫৮)

আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) বলেন,

ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। (মুসলিম, হাদিস নং: ৭২৫)
আরেক হাদিসে আছে, নবী (সা.) ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজে এত গুরুত্ব দিতেন যে, অন্য কোনো নফল (বা সুন্নত) নামাজে ততটুকু দিতেন না। (বুখারি, হাদিস নং: ১১৬৩; মুসলিম, হাদিস নং: ৭২৪)

উপরে যে তিনটি সহিহ হাদিস আলোচনা করা হয়েছে সেই সহীহ হাদীসের দিকে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন, অনেক বরকতময় নামাজ হলো ফজরের নামাজের ২ রাকাত সুন্নত নামাজ।

সেজন্য ফজরের নামাজের সময় আপনি যখন নামাজ আদায় করবেন তখন নামাজ আদায় করার পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে নিবেন।

তবে কোনো কারণে যদি ফরজ নামাজ শুরু হয়ে যায়, তাহলে ফরজ নামাজের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে নিবেন।

ফজরের নামাজের সময় নামাজ পড়ার নিয়ম

এবার আপনি যদি ফজরের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে চান, তাহলে নিচে থেকে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারেন।

নামাজ পড়ার ক্ষেত্রে আপনি প্রথমত সুন্নত দুই রাকাত নামাজ আদায় করে নিবেন এবং তারপরে ফরজ দুই রাকাত নামাজ আদায় করে নিবেন।

সুন্নত নামাজ আদায় করার ক্ষেত্রে সুন্নত নামাজ পড়ার নিয়ম রয়েছে সেই অনুযায়ী নামাজ পড়ে নিবেন এবং ফরজ নামাজের নিয়ম অনুযায়ী ফরজ নামাজ পড়বেন।

ফজরের নামাজের সঠিক সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি, সে সম্পর্কে অবগত হতে পেরেছেন।