যোহরের নামাজ কখন আরম্ভ হয় জোহরের নামাজের শেষ সময় কখন সে সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে। জোহরের নামাজ শেষ সময়?
নামাজের মাধ্যমে মন পরিশুদ্ধতা লাভ করে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সালাতুন যোহর বা যোহরের মধ্যভাগের নামাজ।
নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আজকের এই আর্টিকেলটিতে জোহরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
যোহরের নামাজ মোট কত রাকাত?
যোহরের নামাজ হল মোটঃ ১২ রাকাত।
যোহরের নামাজের সংখ্যা বন্টন
যোহরের নামাজঃ সুন্নত চার রাকাত, ফরজ চার রাকাত, সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত, নফল দুই রাকাত।
আমাদের ১২ রাকাতের মধ্যে ১০ রাকাত আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই দশ রাকাত কোনভাবেই বাদ দেওয়া যাবে না।
আমরা জানি নফল নামাজ বাধ্যতামূলক নয়। তাই আপনার ইচ্ছা আপনি যদি পড়তে চান যোহরের দুই রাকাত নফল নামাজ তাহলে পড়তে পারেন।
যোহরের নামাজের শেষ সময়?
আপনারা পড়ছেন যোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ আরম্ভের সময়, জোহরের নামাজের শেষ সময়।
আল্লাহ তা’য়ালা প্রতিটি মুসলিম নর-নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।
দুপুরের সূর্য মাথার উপর থেকে একটু পশ্চিম আকাশে হেলে পরলেই আরম্ভ হয় জোহরের নামাজের সময়। তবে যোহরের নামাজ শেষ হওয়ার ব্যাপারে একাধিক মতামত পাওয়া গেছে।
কেউ কেউ বলেছেন যোহরের নামাজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পরলে কোন বস্তুর নিজস্ব ছায়ার এক গুণ হলেই যোহরের ওয়াক্ত শেষ হয়।
আবার দেখা যায়, ছায়ার আসলি বা দ্বিপ্রহরের ছায়া প্রত্যেক জিনিসের ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের নামাজের সময় বাকি থাকে।
ছয়ারে আসলি বলা হয় ঠিক দ্বিপ্রহরের সময় কোন সমতল বস্তুতে যে ছায়া থাকে।
শুক্রবারে জুমার নামাজের সাথে যোহরের নামাজ আদায় করতে হয়। জুমার নামাজের জন্য আলাদা কোন সময় নেই জোহরের নির্ধারিত সময়ের সঙ্গে জামায়াতের সাথে জুমার নামাজ আদায় করা হয়। জুমার নামাজ জামায়াত ছাড়া আদায় করা যায় না।